Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমায় কাজের লোভে জন্মভূমি পালটে ফেলেছেন রাশমিকা!

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিনেমায় কাজের লোভে জন্মভূমি পালটে ফেলেছেন রাশমিকা!

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নানা কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনো সিনেমার কারণে, আবার কখনো তার প্রেমিককে নিয়ে, যা নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আর সবকিছু মিলিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন অভিনেত্রী।

হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার প্রচার অনুষ্ঠানে রাশমিকা যা বলেছেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠেন তারা।

Manual3 Ad Code

সম্প্রতি ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানা বলেন, আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।

Manual6 Ad Code

রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহে অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের। যার কারণে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। যদিও রাশমিকা মান্দানা সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি।

Manual4 Ad Code

এক নেটিজেন লিখেছেন—সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন অভিনেত্রী। আরেক নেটিজেন লিখেছেন— কতটা স্বার্থবাদী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়।

শেয়ার করুন