Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ জয়ের লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিরিজ জয়ের লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

Manual5 Ad Code

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আইরিশদের কাছে ৩৯ রানে হারে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল।

গতকাল অনুশীলনে বাংলাদেশ দল
তাই শেষ টি-টোয়েন্টি দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে এসেছেন পেসার শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন। তাদের জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান হাসান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Manual7 Ad Code

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।

Manual2 Ad Code

শেয়ার করুন