Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের আরেকটি রুটে চালু হচ্ছে এসি বাস

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের আরেকটি রুটে চালু হচ্ছে এসি বাস

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের আরেকটি রুটে চালু হতে যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। শিগগিরই সিলেট-হবিগঞ্জ রুটে এই বাস সার্ভিস চালু করতে যাচ্ছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। শুরুতে চারটি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বর্তমানে হবিগঞ্জ-সিলেট বাইপাস ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে ১১৫টি বাস চলাচল করে। এ রুটে প্রতিদিন বাসযোগে প্রায় ৮ হাজার যাত্রী যাতায়াত করেন। সিলেটের বিভিন্ন রুটে এসি বাস চালুর প্রেক্ষিতে ওই রুটের যাত্রীরাও আরামদায়ক এসি বাসের দাবি তুলেন। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে মোটর মালিক গ্রুপ এসি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

Manual3 Ad Code

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল গণমাধ্যমকে জানান, ‘সিলেট-হবিগঞ্জ রুটে এসি বাস সার্ভিস এখন সময়ের দাবি। গত এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে গত মাসের বৈঠকে এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Manual3 Ad Code

তিনি আরও জানান, বিআরটিসির সঙ্গে পরামর্শ করে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে। হবিগঞ্জ থেকে সকালে এবং সিলেট থেকে বিকেলে বাস ছাড়ার সময়সূচি প্রাধান্য পাবে। যাতে অফিসগামী ও শিক্ষার্থীরা সহজে সুবিধা নিতে পারেন।

Manual3 Ad Code

শেয়ার করুন