Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের উন্নয়ন নিয়ে হার্ড লাইনে আরিফ

admin

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ০৯:১৬ অপরাহ্ণ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ০৯:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের উন্নয়ন নিয়ে হার্ড লাইনে আরিফ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন বঞ্চনা আর অব্যবস্থাপনার শিকার সিলেটবাসী এবার রাজপথে তাদের দাবি জানাবে। নগরীর যোগাযোগ ব্যবস্থায় চরম নৈরাজ্য, রেল ও আকাশপথে শোষণমূলক পরিস্থিতির বিরুদ্ধে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

আগামীকাল রবিবার (১২ অক্টোবর) নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সমাবেশকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা ও জনসম্পৃক্ততা তৈরির কার্যক্রম। শনিবার সকাল থেকে সিলেটের সর্বস্থরের সামাজিক পেশাজীবী ব্যবসায়ী পরিষদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি তাদের হাতে তুলে দেন সিলেটের দাবি দাওয়া সম্বলিত প্রচারপত্র। এ সময় রবিবার সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

Manual6 Ad Code

প্রচারপত্রে উল্লেখ করা হয়, সড়কপথ, রেলপথ, আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সঙ্কট ও টিকিট কালো-বাজারি আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী করে সিলেটকে যেন অর্থনৈতিকভাবে শোষণের যাঁতাকালে ফেলা হয়েছে।

Manual3 Ad Code

প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়, সিলেটবাসীকে জিম্মিদশা থেকে মুক্ত করতে বর্তমান অন্তবর্তী সরকারেরও কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে রবিবার সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে সকলের উপস্থিতি কামনা করেন আরিফুল হক।

Manual2 Ad Code

এর আগে সকালে নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি, চৌহাট্টা, আম্বরখানা, হাসান মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করা হয়। এ সময় আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর যাতায়াত বিড়ম্বনা ঘোচাতে যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশে দল-মত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেন। দাবি দাওয়া মানা না হলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেই। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরম পর্যায়ে। তাই উন্নয়ন চাই স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।’

Manual8 Ad Code

শেয়ার করুন