Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জ কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু পুলিশের খাঁচায়

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোলাপগঞ্জ কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু পুলিশের খাঁচায়

Manual8 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার গভীর রাতে পুলিশ উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের আকমল আলীর ছেলে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোলাপগঞ্জ থানার এসআই আনন্দ একদল পুলিশ নিয়ে উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোল্লা ফজলুকে গ্রেপ্তার করেন।

Manual2 Ad Code

মোল্লা ফজলুর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ আছে। তাছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাও রয়েছে।

Manual6 Ad Code

তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোল্লা ফজলুকে গ্রেপ্তারের ও কারগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।

শেয়ার করুন