Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের নবাগত এসপি আখতার উল আলম

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ০৯:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের নবাগত এসপি আখতার উল আলম

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেট জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন কাজী আখতার উল আলম। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মস্থলে যোগ দেন। যোগদানের মাধ্যমে তিনি সিলেট জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।

Manual2 Ad Code

 

এর আগে তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ দায়িত্ব পালনকালে তাঁর পেশাদারিত্ব, তদন্ত দক্ষতা এবং সুনাম ব্যাপকভাবে প্রশংসিত হয়।

Manual8 Ad Code

কাজী আখতার উল আলম ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস ও মেধাবী কর্মকর্তা, যিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানবিক পুলিশিংয়ের জন্য পরিচিত।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।নতুন এসপি যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগ।

শেয়ার করুন