Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের রাস্তায় ‘নতুন পোশাকে’ পুলিশ

admin

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ০৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ০৯:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

পরিবর্তনের বাতাস বইছে দেশের পুলিশ বাহিনীতে। সেই পরিবর্তনের ছোঁয়া এবার পৌঁছাল সিলেটে। গাঢ় নীল রঙের পোশাকের নিত্য চেনা পুলিশের পোশাকে এবার নতুনত্বের ছোঁয়া। নতুন ইউনিফর্ম গায়ে দিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ট্রাফিক সদস্যরা নতুন পোষাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন এই পোশাকে দায়িত্ব পালন করতে দেখে সাধারণ জনগনের নজর কাড়ছে। এর আগে সর্বপ্রথম ১৫ নভেম্বর ঢাকায় পুলিশের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন।সিলেটে নতুন পোশাকের প্রথমদিনেই নাগরিকদের মধ্যে বিষয়টি আলোচনার জন্ম দেয়। নতুন সাজে মাঠে নামায় সিলেটের নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়া। পথচারীরা অনেকেই বলছেন, পুলিশের নতুন রূপ মাঠপর্যায়ে দায়িত্ব আরও দৃশ্যমান করবে। ইউনিফর্মের এ পরিবর্তন পুলিশের দায়িত্ব পালনের চিত্রকে আরও শৃঙ্খলাবদ্ধ ও আধুনিকভাবে তুলে ধরবে।আম্বরখানা এলাকার ব্যবসায়ী শাহ গুলজার আলম চৌধুরী (পাপলু) বলেন, ‘সকালে দোকান খুলেই দেখি রাস্তায় ট্রাফিক পুলিশ নতুন পোশাকে দাঁড়িয়ে আছে। প্রথমে আমি একটু অবাকই হয়েছি-এতদিনের পরিচিত নীল পোশাক হঠাৎ বদলে গেল! কিন্তু ভালো করে দেখলাম, নতুন রঙটা বেশ মার্জিত। দূর থেকেই পুলিশের উপস্থিতি চোখে পড়ে। আমি মনে করি, এ ধরনের পরিবর্তন শুধু বাহ্যিক সৌন্দর্যই বাড়ায় না, জনগণের কাছে পুলিশের ইমেজকেও নতুনভাবে তুলে ধরে। আগে ব্যস্ত সড়কে কখনো কখনো পুলিশ চিনতে একটু সময় লাগত; এখন সেটা আর হবে না। এই পরিবর্তন আধুনিক সময়ের সঙ্গে পুলিশের অগ্রযাত্রারই প্রতীক।’

Manual2 Ad Code

নগরীর শিবগঞ্জ এলাকার জয়ন্ত বলেন, ‘যে দেশগুলো উন্নত, সেসব দেশে ইউনিফর্ম অনেক সময় বাহিনীর পরিচয়, পেশাদারিত্ব আর মর্যাদার প্রতীক হয়ে দাঁড়ায়। আমাদের দেশেও এমনভাবে ইউনিফর্ম পরিবর্তন হচ্ছে দেখে বেশ ভালো লাগছে। নতুন রঙে পুলিশকে আরও আত্মবিশ্বাসী ও পরিপাটি মনে হচ্ছে। আরেকটি বিষয় খুব ভালো লেগেছে-লোগো পরিবর্তন। শাপলা, ধান ও গমের শীষ আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে- সেসব প্রতীক এখন পুলিশের পোশাকে এসেছে এটা সত্যিই প্রশংসনীয়। আমার মনে হয়, এতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’

 

নাইওরপুল এলাকায় রিকশাচালক রহিম মিয়া বলেন, ‘আমার মতো রিকশাওয়ালাদের সবচেয়ে বেশি দরকার হয় ট্রাফিক পুলিশের সাহায্য। অনেক সময় যানজট হয়, তখন পুলিশ ভাইয়েরা ইশারা দিলে আমরা রাস্তাটা বুঝতে পারি। আরেকটা কথা, আমি টিভিতে দেখেছি-ঢাকায় নাকি আগেই এই পোশাক দেওয়া হয়েছে। আজ সিলেটে দেখে ভালো লাগছে। দেখতে সুন্দর, আর শৃঙ্খলা মনে হয় আরও ভালো হবে। সাধারণ মানুষও পুলিশের প্রতি ভরসা অনুভব করবে।’

নগরীর চৌহাট্টায় রত্না বেগম নামের একজন গৃহিণী বলেন, ‘নতুন পোশাকটা দেখে প্রথমে মনে হলো-এটা কি বিদেশি কোনো বাহিনীর ইউনিফর্ম? পরে শুনলাম এটা আমাদেরই পুলিশের নতুন সাজ। আমার মনে হয় এই রঙটা অনেক স্মার্ট। আগের তুলনায় আধুনিকও দেখায়। যেহেতু সময়ের সঙ্গে সবকিছুই বদলায়, পুলিশ যদি নতুনভাবে নিজেদের উপস্থাপন করে, তাহলে সেটা ইতিবাচকই। এটা দেখে মনে হয়-পুলিশ বাহিনীও উন্নত হচ্ছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে।’

 

বন্দরবাজার এলাকায় সিএনজিচালক তোফায়েল বলেন, ‘আমরা রাস্তায় সারাদিন থাকি, ট্রাফিক পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগও বেশি। নতুন পোশাক পরে পুলিশ ভাইদের আজকে দেখলাম-একদম নতুন ভাবে লাগছে। আমার মনে হয়েছে, এতে পুলিশের প্রতি সম্মান আরও বাড়বে। বিদেশে দেখি ট্রাফিক পুলিশের ইউনিফর্ম খুব স্পষ্ট আর আকর্ষণীয় হয়। আমাদের এখানে এখন তেমনই একটা ভাব এসেছে।’

 

পুলিশ সূত্র জানায়, সব সদস্যের জন্য নতুন ইউনিফর্ম তৈরি না হওয়ায় পর্যায়ক্রমে তা সরবরাহ করা হচ্ছে। শুরুতেই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), দেশের অন্যান্য মহানগর ইউনিট ও বিশেষায়িত বাহিনী এটি পেয়েছে। তবে জেলা পুলিশের সদস্যরা এখনও আগের পোশাকেই দায়িত্ব পালন করছেন। ধাপে ধাপে সারাদেশে নতুন পোশাক পৌঁছে দেওয়ার কাজ চলছে। নতুন পোশাকে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পুলিশের ইউনিফর্ম এখন লৌহ (আয়রন) রঙের; র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পাবে জলপাই (অলিভ) রঙের পোশাক; আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। তবে এপিবিএন ও এসপিবিএন পুরোনো পোশাকেই থাকবে। একইসঙ্গে বদলে গেছে পুলিশের লোগোও। পুরোনো পালতোলা নৌকার পরিবর্তে যুক্ত হয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ-যার নিচে পাটপাতার টবে লেখা ‘পুলিশ’। নতুন লোগো এখন পতাকা, সাইনবোর্ড ও ইউনিফর্মসহ অন্যান্য সরকারি প্রয়োজনে ব্যবহার শুরু হয়েছে।এসএমপি ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায় সিলেটভিউকে বলেন, ‘প্রাথমিক পর্যায়ে শুধু ট্রাফিক বিভাগে নতুন পোশাক প্রদান করা হয়েছে। ধাপে ধাপে মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ইউনিটেও এই পোশাক চালু করা হবে।’ তিনি আরও বলেন, ‘ঢাকায় ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন পোশাক ব্যবহারের পর ধাপে ধাপে দেশের অন্যান্য মহানগরে এটি চালু করা হচ্ছে। বৃহস্পতিবার সিলেট মহানগরীর ট্রাফিক পয়েন্টগুলোতে নতুন পোশাকে প্রথমদিনের দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।’

Manual8 Ad Code

শেয়ার করুন