Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে কি বন্ধ হচ্ছে রেল যোগাযোগ?

admin

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের সঙ্গে কি বন্ধ হচ্ছে রেল যোগাযোগ?

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে আজ সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ঘোষনা রয়েছে।

এদিকে রেল বন্ধের হুঁশিয়ারিতে দুশ্চিন্তায় পড়েছেন সিলেটের যাত্রীরা। এরমধ্যেই ২৮ জানুয়ারির টিকিটও কিনে রেখেছেন তারা।

Manual3 Ad Code

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হওয়া নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলামের সঙ্গে কথা বলেছে।

এসময় স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে বলে শুনেছি। তবে আমাদের কাছে অফিসিয়াললি কোন তথ্য আসেনি। এখন পর্যন্ত সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Manual7 Ad Code

একই তথ্য জানিয়ে কুলাউড়া জংশন স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রোমান আহমদ বলেন, অফিসিয়াললি কোন তথ্য আসেনি। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন বলেন, ২৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির যে ঘোষণা দিয়েছি সেটি বহাল। ২৭ জানুয়ারির মধ্যে মাইলেজ প্রদানসহ সব দাবি পূরণে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের পক্ষ থেকে রেলওয়ে কর্মকর্তা ও রেল মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। আমাদের এ আন্দোলন তিন বছর ধরে চলছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ।

এদিকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে কর্মকর্তা বা কর্মচারীদের দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান।

কর্মবিরতি হলেও গন্তব্যে পৌঁছাবে যেসব ট্রেন
আন্দোলনের সময় শুরু হওয়ার পরও কিছু ট্রেন চালানো হবে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির একজন দায়িত্বশীল নেতা জানান, আমরা কোনো সাধারণ যাত্রীকে কষ্ট দেব না। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেসব ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাবে, সেসব ট্রেনের প্রতিটি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। তবে ওই ট্রেনগুলো গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর রানিং স্টাফরা কর্মবিরতিতে যাবেন। ফলে কর্মবিরতি রাত ১২টায় শুরু হলেও লাইনে থাকা কোনো ট্রেন যাত্রাবিরতি থাকা স্টেশন ছাড়া অন্য কোথাও না দাঁড়িয়ে গন্তব্য স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

Manual4 Ad Code

শেয়ার করুন