সিলেটে আবাসিক হোটেল থেকে ২ তরুণী আটক

Daily Ajker Sylhet

admin

৩০ ডিসে ২০২৪, ০৩:৩০ অপরাহ্ণ


সিলেটে আবাসিক হোটেল থেকে ২ তরুণী আটক

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার একটি হোটেলে অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর হোটেল সাগর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বেতহাটি এলাকার আব্দুর রহমানের মেয়ে শারমিন আক্তার (২০) ও নরসিংদী জেলার পলাশ থানার চামড়াবর এলাকার নুরুল ইসলামের মেয়ে পারুল (৩০)। তারা দুজন ওই হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটকের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।

Sharing is caring!