Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আরেকটি আবাসিক হোটেলে অভিযান, নারীসহ পাকড়াও ১০

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ০৪:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৪ | ০৪:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আরেকটি আবাসিক হোটেলে অভিযান, নারীসহ পাকড়াও ১০

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে সিলেট মহানগরের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মহানগরের জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই থানার প্রমোদ রঞ্জন দাসের ছেলে মিন্টু দাস(২৫), সুনামগঞ্জের সদর থানার ইয়াকুব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সিলেটের কোতোয়ালী মডেল থানার বছির উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), নেত্রকোনার কেন্দুয়া থানার দিয়ারিশ মিয়ার ছেলে হবল মিয়া (৫০), সিলেটের দক্ষিণ সুরমা থানার শালিক মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), মৌলভীবাজারের কুলাউড়া থানার ইব্রাহিম মিয়ার ছেলে সাহেদ আহমদ (৪৩), মৌলভীবাজারের কুলাউড়া থানার মৃত তোতা মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩০), সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সাইদুর রহমানের মেয়ে রুনা খাতুন (২৯), সিলেটের শাহপরাণ থানার মাহমুদ আলীর মেয়ে সালমা খাতুন (৩২), কুষ্টিয়ার জেলার সদর থানর শেখ সালাউদ্দিনের মেয়ে রিয়া খাতুন (৩০)।

Manual3 Ad Code

পুলিশ জানায়, জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হয় এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে দশটার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তিন নারী ও সাত পুরুষ রয়েছেন।

Manual4 Ad Code

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন