সিলেটে আ.লীগ নেতার মারধরে ছাত্রদল নেতার ভাই নিহত

Daily Ajker Sylhet

admin

২৫ ডিসে ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ


সিলেটে আ.লীগ নেতার মারধরে ছাত্রদল নেতার ভাই নিহত

স্টাফ রিপোর্টার:
সিলেটের টুকেরবাজার এলাকায় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিদের মারধরে আহত এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম শেখ উদ্দিন (৫০)। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকার শাহপুর দক্ষিণপাড়ার মৃত ফজর আলীর ছেলে। গত শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ জুম্মা মারধরের ঘটনা ঘটে। নিহত শেখ উদ্দিন সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমদ জয়ের বড় ভাই।

ছাত্রদল নেতা জয় জানান- গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার বাদ জুমআ সিলেট সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার দিতে যান তার বড় ভাই শেখ উদ্দিন। কিন্তু এসময় বিচারপ্রার্থীর কথা না শুনে শাহ মিয়ার পক্ষ ধরে লিলু মিয়া শেখ উদ্দিনকে মারধর শুরু করেন। একপর্যায়ে লিলু তার বাহিনী নিয়ে শেখ উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এসময় হামলাকারীদের মারধরে শেখ উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন সেখানে চিকিৎসা নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন- ঘটনার পর ২৩ ডিসেম্বর শেখ উদ্দিনের ভাই বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এখন সেটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। গতকাল (মঙ্গলবার) রাত থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আশা করি দ্রুত তাদের গ্রেফতার করা হবে।

Sharing is caring!