Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কার-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কার-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় কারের যাত্রী মাহফুজ মিয়া (২২) নামের এক যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পেছি শেওরা গ্রামের বকুল মিয়ার ছেলে। পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Manual6 Ad Code

পুলিশ সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। অপরদিকে ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা।

শেয়ার করুন