Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কিশোরের কাছে মিললো ৯ লাখ টাকার ইয়াবা

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:২০ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কিশোরের কাছে মিললো ৯ লাখ টাকার ইয়াবা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় র‌্যাবের অভিযানে ৯ লাখ টাকার ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, রাত ৭টার দিকে কাষ্টঘরের সুইপার কলোনীর পুরাতন ভবনের গেইটের সামনে এক কিশোর ইয়াবাসহ অবস্থান করছে—এমন সংবাদে র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছান। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৬টি পলিজিপারযুক্ত প্যাকেটে মোট ৩ হাজার ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।

গ্রেফতারকৃত কিশোরের নাম নয়ন, বয়স ১৭ বছর ৮ মাস। আইন অনুযায়ী সে শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ইয়াবাসহ ওই কিশোরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব বলেন, যেহেতু আটক নয়নের বয়স কম, তাই আদালতের মাধ্যমে তাকে বাগবাড়ি সংশোধন কেন্দ্রে পাঠানো হতে পারে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন