Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কোটি টাকার পণ্য জব্দ : চোরাকারবারি গ্রেফতার

admin

প্রকাশ: ১৮ মে ২০২৫ | ০৩:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৫ | ০৩:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কোটি টাকার পণ্য জব্দ : চোরাকারবারি গ্রেফতার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

বিজিবি জানায়, আজ রবিবার (১৮ মে) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেগুড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ চোরাকারবারিকে গ্রেফতার করে। অভিযানকালে ৯ হাজার ৮শ পিস ভারতীয় ইয়াবা, ১ টি সিএনজি, ১ টি মোবাইল ফোন সীমসহ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৬০ হাজার ৩শ টাকা। এসময় আরেক চোরাকারবারি পালিয়ে যায়।

Manual5 Ad Code

এদিকে, শনিবার ও রবিবার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লালাখাল বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাওয়ার জেল, সিগারেট, বিড়ি, মহিষ, মদ ও চিনি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৩৬ হাজার ৭৪০ টাকা।

Manual5 Ad Code

শেয়ার করুন