Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চকলেট দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ : কিশোর গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চকলেট দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ : কিশোর গ্রেপ্তার

Manual1 Ad Code

জৈন্তা সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুরে চকলেট দেয়ার কথা বলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বিরাখাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিবরিয়া আহমেদ (১৯) একই গ্রামের জমির উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটিকে চকোলেট খাওয়ানোর কথা বলে কৌশলে নিজের দোকানে নিয়ে যায় কিবরিয়া। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে সে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে রবিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

Manual4 Ad Code

অভিযোগের পর জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলামসহ পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালিয়ে অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

ধর্ষণের ঘটনায় যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিবরিয়া ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন