Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রলীগ কর্মীকে হত্যার ঘটনায় আটক ২

admin

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছাত্রলীগ কর্মীকে হত্যার ঘটনায় আটক ২

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের বালুচরে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নগরের পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আটককৃতরা হলেন বাচ্চু মিয়ার পুত্র রনি(২১) ও কামাল মিয়ার পুত্র মামুন মজুমদার (২৮)। তারা দুজনেই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী।

Manual7 Ad Code

প্রসঙ্গত, নগরের বালুচরের টিবি গেট এলাকায় গতকাল সোমবার রাত ১২টার দিকে তার ওপর হামলা হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। প্রাণ হারানো ১৯ বছর বয়সী আরিফ আহমদ নগরের টিবি গেট এলাকার বাসিন্দা। তিনি ছাত্রলীগ সিলেট জেলা কমিটির সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের কর্মী।

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, নগরের বালুচরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাত ১২টার দিকে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান আসিফ।

Manual4 Ad Code

এদিকে আরিফের পরিবার সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ দিন আগেও হামলার শিকার হন আরিফ। এ ঘটনায় সোমবার বিকেলে থানায় জিডিও (জেনারেল ডায়েরি) করেন তিনি। জিডি করে ফেরার কয়েক ঘণ্টা পরই হামলা করা হয় তার উপর।

Manual3 Ad Code

শেয়ার করুন