Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রলীগ নেতা শাফায়াত গ্রেফতার

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছাত্রলীগ নেতা শাফায়াত গ্রেফতার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেয়া শাফায়াত খানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাফায়েত খান নগরীর পাঠানটুলা লন্ডনী রোড এলাকার হাফিজ খাঁনের ছেলে। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণকারী ৮ জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃতরা অন্যরা হলো, মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার (নং-২৫/০৫) বাসিন্দা এবং সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-৩৭/০৫ অগ্রনী) এবং সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-১৫৪) মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)।

Manual7 Ad Code

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, মূল আসামী শাফায়েত খানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

জানা যায়, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫/২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

Manual6 Ad Code

পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

শেয়ার করুন