Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেল চালকের : আহত ৩

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ০২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেল চালকের : আহত ৩

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার ৪জন যাত্রী গুরুতর আহত হন।

Manual1 Ad Code

এদিকে গুরুতর আহতবস্থায় স্থানয়ীরা মুন্না মিয়া (২০) নামের এক যুবককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখে পুলিশ।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করের সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। তিনি জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর চার যাত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন