Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডিবি’র জালে ৩ চোরাকারবারি, লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ০৩:২৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ | ০৩:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডিবি’র জালে ৩ চোরাকারবারি, লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ভারতীয় অবৈধ পণ্য ও একটি গাড়ি জব্ধসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual2 Ad Code

আটকরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর বাড়াউড়া ইউনিয়নের মো. খলিল মিয়ার ছেলে মো. আব্দুস শহীদ (২৭), ভূনবীর সাতগাওঁ ইউনিয়নের অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২), আশিদুন ইউনিয়নের আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (১৯)।

মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের সিলেট মহানগরের মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৬৪০ প্যাকেট পাপড় জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

Manual3 Ad Code

এছাড়া এসব ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের কাজে একটি মাইক্রোবাস গাড়ি জব্দ করে ডিবি।

আটকের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হয়।

Manual5 Ad Code

শেয়ার করুন