সিলেটে ‘ড্রামচাপা’ থেকে বের হলেন জীবিত মানুষ!

Daily Ajker Sylhet

admin

০১ ফেব্রু ২০২৪, ০৪:১৭ অপরাহ্ণ


সিলেটে ‘ড্রামচাপা’ থেকে বের হলেন জীবিত মানুষ!

স্টাফ রিপোর্টার:
পিকআপটি চলন্ত। ডানে-বামে-উপরে ধানভর্তি ড্রাম। এগুলোর নিচে চিৎ হয়ে বেকায়দায় শুয়ে আছেন ২০-২১ বছরের এক তরুণ। হাটু থেকে পা দুটো ঝুলন্ত, পিকআপের বাইরে। যে কেউ দেখলে মনে করবেন- মানুষটি মৃত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের ঘটনা এটি। সিলেট মহানগরের নাইওরপুল পয়েন্টে এই পিকআপকে আটকালো সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘ড্রামচাপা’ থেকে বের করে নিয়ে আসলেন সেই তরুণকে। তবে উদ্বেগ বা আশঙ্কার কিছু ছিলো না। সেই তরুণ ছিলেন সম্পূর্ণ সুস্থ।

তিনি জানালেন- তার বাড়ি জৈন্তাপুরের ফতেহপুর এলাকায়। গাড়ির সামনে চালকের সঙ্গে আরও দুজন লোক বসায় সেখানে বসার কোনো জায়গা না থাকায় এভাবে ড্রামের নিচে শুয়ে সিলেট আসছিলেন। ড্রামে করে ধান নিয়ে গাড়িটি গোয়াইনঘাট থেকে আসছিলো সিলেট শহরে।

তবে ওই তরুণের এমন কর্মকাণ্ডকে তিরষ্কার করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা। পাশাপাশি ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ কাজ না করতে সতর্ক করে দিয়ে তরুণকে ছেড়ে দেন তিনি।

Sharing is caring!