সিলেটে ত্রিপল দিয়ে মোড়ানো ছিল ৩০০ বস্তা ভারতীয় চিনি
১০ সেপ্টে ২০২৪, ০৫:৫০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটের ২০ টাকার মূল্যের ৩০০ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক হয়েছেন তিনজন।
আটককৃতরা হলেন- মোঃ রায়হান (২৫), রতন আলী (৩২) ও মোঃ আলী হোসেন (২০)।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শহরতলীর পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ট্রাক তল্লাশিকালে ট্রাকের ভিতরে বালুর নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামমলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।