স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জের দুই বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিলেটে জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম।
এই দুই নেতা হলেন- জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও পৌর বিএনপির নেতা সুলতান আহমদ।
তিনি জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে তাদেরকে দলের পদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
সম্প্রতি তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুসারে তাদেরকে ফের পদ ফিরিয়ে দেয়া হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।