Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ০৮:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ | ০৮:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

Manual8 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের পৃথক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজর আলী।

Manual1 Ad Code

সোমবার (১৮ আগস্ট) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিরাজুল ইসলাম সিরাজ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ফজর আলী হাজির হয়ে জামিনের আবেদন করেন।

Manual6 Ad Code

সিরাজুল ইসলাম সিরাজ বিশ্বনাথ সিআর ৭৬/২০২৪ নম্বর এবং ফজর আলী বিশ্বনাথ জিআর ৮২/২০২৫ নং মামলার আসামী।

Manual7 Ad Code

শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক কাজী মো. আবু জাফর বাদল ওই দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাইমা শাহ।

Manual6 Ad Code

শেয়ার করুন