Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে নদীতে মিললো আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নদীতে মিললো আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবরী নদী থেকে একটি পরিত্যক্ত রাইফেল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পাওয়া গেছে একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি।

Manual6 Ad Code

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাউরভাগ মৌল্লিফৌদ এলাকার সাবরী নদী থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই সময় নদীতে গোসল করতে নামে স্থানীয় কিশোর তাসিম হোসেন (১৬)। নদীতে নামার কিছুক্ষণ পরই তার পায়ের সঙ্গে ধাতব বস্তু জাতীয় কিছু লেগে যায়। পরে পানি থেকে সেটি তুলে দেখে, এটি একটি রাইফেল।

Manual8 Ad Code

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর পাড় থেকে রাইফেলটি উদ্ধার করে। তল্লাশির সময় পুলিশ রাইফেলের সঙ্গে একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি পায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বর্তমানে থানায় সংরক্ষিত রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাইফেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের নাকি পরবর্তী সময়ের, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন