সিলেটে নারীর ৬ লাখ টাকা আত্মসাত, উদ্ধার করে দিল পুলিশ

Daily Ajker Sylhet

admin

০৩ অক্টো ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ


সিলেটে নারীর ৬ লাখ টাকা আত্মসাত, উদ্ধার করে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেটে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে এক নারীর কাছ থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ টাকা আত্মসাত করেছিল প্রতারক চক্র। পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পেয়েছেন ওই নারী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর প্রতারক চক্র ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে দক্ষিণ সুরমার কুতুবপুরের আনোয়ার আলীর স্ত্রী মোছা. সুলতানা বেগম চৌধুরীকে ফোন দেয়। তারা কৌশলে ওটিপি নাম্বার নিয়ে ব্যাংক একাউন্ট হ্যাক করে সুলতানা বেগম চৌধুরীর একাউন্ট থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর সুলতানা বেগম চৌধুরী কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৩৮) করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্তে নামে। পুলিশের চেষ্টায় আত্মসাতকৃত টাকা উদ্ধার হয়। মঙ্গলবার উদ্ধার হওয়া টাকা ফেরত পেয়ে সুলতানা বেগম সাধারণ ডায়েরি প্রত্যাহার করেন।

Sharing is caring!