Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের জালে ৪ জন : সাথে মিললো যা

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের জালে ৪ জন : সাথে মিললো যা

Manual4 Ad Code

নিউজ ডেস্ক :
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ টাকার ভারতীয় মালামালসহ তিনটি সিএনজি ও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন কালাগুল চা বাগানের মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মুসা মিয়ার মুদি দোকানের সামনে সাহেববাজার-শাহপরানগামী সড়কের ওপর থেকে তিনটি সিএনজি ও ভারতীয় মালামালসহ চারজনকে আটক করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, ঘোষগাতি, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জের বাদশা চাকলদারের পুত্র হারুন চাকলদার (২৮) — বর্তমানে কদমতলী (হানিফ কাউন্টারের পিছনে বডিং), দক্ষিণ সুরমা, সিলেট, মেজরটিলা ইসলামপুর কলোনীর মৃত আঃ রউফের পুত্র মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), একই এলাকার মতিন মিয়ার পুত্র রজব আলী (২৬), পেশায় ড্রাইভার, মির্জাপুর, চুনারুঘাট, হবিগঞ্জের মৃত মশব আলীর পুত্র মো. জাহিদ মিয়া (৩৭) — বর্তমানে মেজরটিলা মুকিরপাড়া (জমসেদ লন্ডনীর বাসা), শাহপরাণ (রহঃ), সিলেট।

Manual3 Ad Code

অভিযানকালে ৩টি সিএনজি অটোরিকশা থেকে ২৬টি কম্বল, কিটক্যাট চকলেট ৩ হাজার ৭৭০ পিস, খালি প্যাকেট ভর্তি ১টি বস্তা ও মেনটস রেইনবো ১ হাজার ৪২৫ পিস। সব মিলিয়ে উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা। জব্দ তালিকা মূলে মালামালগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

শেয়ার করুন