Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে প্রবাসী স্ত্রীর সন্ধান চায় পরিবার

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রবাসী স্ত্রীর সন্ধান চায় পরিবার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জে সৌদিআরব ফেরৎ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই নারী রুমা বেগম (৩০), তিনি জলিল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

 

শনিবার (২৫ অক্টোবর) সকালে তার স্বামী জলিল মিয়া দুই সন্তানকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ থানায় এসে স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের সহায়তা চান।

Manual4 Ad Code

 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ২৩ অক্টোবর সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার (২৫ অক্টোবর) সকালে তার স্বামী জলিল মিয়া দুই সন্তানকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ থানায় এসে স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের সহায়তা চান।

 

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ রুমা বেগমের বড় ছেলের বয়স ১০ বছর এবং সে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে। নিখোঁজের বিষয়ে পরিবারের সঙ্গে স্থানীয়দেরও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ও পরিবার স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি রুমা বেগমের কোনো খোঁজ পান তাহলে নিকটস্থ থানায় বা ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গুচ্ছগ্রামে জানানোর অনুরোধ করেছে পুলিশ।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ নারীর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চলছে। ওই নারী মাত্র ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এবং এর আগে তিনি দুই বছর সেখানে শ্রমিক হিসেবে কাজ করেছেন।’

Manual1 Ad Code

শেয়ার করুন