সিলেটে ফেনসিডিলসহ আটক মা-বাবা-ছেলে

Daily Ajker Sylhet

admin

১৭ এপ্রি ২০২৫, ০৪:২৭ অপরাহ্ণ


সিলেটে ফেনসিডিলসহ আটক মা-বাবা-ছেলে

স্টাফ রিপোর্টার:
সিলেটে ফেনসিডিলসহ এক পরিবারের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে মা, বাবা ও তার ছেলে। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর (পশ্চিম স্টেশনরোড) এলাকার ইদ্রিস আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৪১), তার স্ত্রী মিসেস ইমু ইসলাম (৩৩) এবং তাদের ছেলে শান্ত (২০)।

গত বুধবার দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ সুরমা থানার বদিকোনা সিটি গেইট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের উপর সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (রেজি নং: ময়মনসিংহ ব-১১-০৩৩৭) তল্লাসী চালায়। এসময় একটি ট্রলি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও এই ৩ জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

Sharing is caring!