Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাস-সিএনজির সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাস-সিএনজির সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ আরো ৪ জন। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন, জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত ১০ টার দিকে বলাউড়ায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ‍উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

রাত সাড়ে ১২টায় জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।

Manual7 Ad Code

শেয়ার করুন