Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি কার্যালয় অগ্নি সংযোগ : আ.লী নেতা গ্রেফতার

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫ | ০২:২৩ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ | ০২:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিএনপি কার্যালয় অগ্নি সংযোগ : আ.লী নেতা গ্রেফতার

Manual6 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় করা মামলায় মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ খান (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইতি পূূর্বে জগন্নাথপুর – সিলেট সড়কের পার্শ্বের বহু সরকারী গাছ চুরি করে কেটে বিক্রি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়ায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ খানক গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মাছিম খানের ছেলে।

Manual4 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাজ্জাদ খানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়। এ পর্যন্ত মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

শেয়ার করুন