সিলেটে বিজিবির অভিযানে চিনি ও চায়ের বড় চালান আটক

Daily Ajker Sylhet

admin

৩০ সেপ্টে ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ


সিলেটে বিজিবির অভিযানে চিনি ও চায়ের বড় চালান আটক

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিজিবির অভিযানে প্রায় পৌণে এক কোটি টাকার ভারতীয় চিনি ও চা পাতা জব্দ করা হয়েছে। সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা চিনি ও চা পাতার বড় এই চালান জব্দ করে বিজিবি।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ৫৫০ কেজি চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি চা পাতা।

জব্দকৃত চিনি ও চা পাতার বাজার মূল্য প্রায় ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান পিএসসি জানিয়েছেন, চোরাচালানবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি রয়েছে।

Sharing is caring!