Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিজিবির হাতে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ০৩:২৯ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ | ০৩:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিজিবির হাতে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় দেড় কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ও আগের দিন সোমবার অভিযান চালিয়ে চোরাই পণ্যের চালানগুলো জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ও সোমবার সুনামগঞ্জ জেলার বাংলাবাজার ও সোনালীচেলা এবং সিলেটের তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক ও পাথর কোয়ারি বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়।

Manual1 Ad Code

এসময় বিপুল পরিমাণ ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সুপারি জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ রসুন। চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ইজিবাইক ও কয়েকটি নৌকাও জব্দ করে বিজিবি।

Manual1 Ad Code

জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual8 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন