সিলেটে ‘মহারাস্ট্র ইন্ডিয়া’ লেখা অর্ধশত বস্তায় যা মিললো, গ্রেফতার ১

Daily Ajker Sylhet

admin

২৫ মার্চ ২০২৫, ০১:৫৮ অপরাহ্ণ


সিলেটে ‘মহারাস্ট্র ইন্ডিয়া’ লেখা অর্ধশত বস্তায় যা মিললো, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানভীর আলী (২৩) শাহপরাণ থানার আটগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ডিআই পিকআপ থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ তানভীরকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া চিনির বস্তার গায়ে লেখা ছিলো “MAHARASHTRA INDIA”। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

Sharing is caring!