Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে যুবলীগ নেতা গ্রেফতার

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ০৫:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যুবলীগ নেতা গ্রেফতার

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বুড়িডহর গ্রামের মকবুল আলীর ছেলে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম এর তথ্যাবদানে এসআই জগৎ জ্যোতির নেতৃত্বে সিলেট শহরের শাহ পরান থানাধীন লামাপাড়া এলাকা থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। সে ৭টি মামলায় সাজাপ্রাপ্ত ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহার নামিয় আসামী।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টিতে সাজাপ্রাপ্ত আসামি। তাকে ধরতে পুলিশ বেশ কিছুদিন থেকে অভিযান চালাচ্ছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন