Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে যে কারণে কঠোর নিরাপত্তা

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০২:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ০২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে কারণে কঠোর নিরাপত্তা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)। রায়কে কেন্দ্র করে সিলেটে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সিলেটে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

Manual5 Ad Code

একই সাথে সন্দেজনক ব্যক্তিসহ যানবাহনে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান করতে দেখা যায়। এছাড়া পাড়া-মহল্লাসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে গোয়েন্দা পুলিশের একাধিক টিম।

Manual1 Ad Code

এদিকে, সিলেটে শামসুদ্দিন হাসপাতালের পার্কিংয়ে রাখা সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় একটি আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আব্দুল কাদির লিটন রবিবার (১৬ নভেম্বর) বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় অজ্ঞতনামা ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এছাড়া আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি গাড়ির গ্যারেজে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

তবে সিলেটেন অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সড়কে রয়েছে যানবাহনের ভিড়, চলছে গণপরিবহন ও ট্রেন। পুলিশ জানান, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (১৭ নভেম্বর) এ মামলায় রায় ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। দিনটি ঘিরে ‘কডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, সিলেটে নাশকতার কোন আশঙ্কা নেই। তবুও কেউ যাকে কোন ধরণের বিশৃঙ্খলা ঘটনা না পারে সেজন্য সর্তকবস্থায় রয়েছে পুলিশ।

Manual6 Ad Code

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। তিনি জানান, অভ্যন্তরীণ রুটে অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল করছে। একই সাথে যাত্রীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। সিলেট থেকে দূর পাল্লার বাস ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা ছিলো কিছুটা কম।

Manual1 Ad Code

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, লকডাউনের মধ্যে সিলেটে ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক। যাত্রীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিলো।

শেয়ার করুন