সিলেটে র‍্যাব ধরলো পাঁচজনকে

Daily Ajker Sylhet

admin

০৬ জানু ২০২৫, ০৮:২১ অপরাহ্ণ


সিলেটে র‍্যাব ধরলো পাঁচজনকে

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) এর বিশেষ অভিযানে মাদকসহ পাঁচজন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- রুয়েল আহমে (২৬), আফজাল হোসেন (২২), আজাদ মিয়া (২৩), সোয়েব মিয়া (২৭) ও আমির হোসেন (২৪)।

আজ সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবারে ভিত্তিতে ৬ জানুয়ারি সকাল ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও অপর আরেকটি অভিযানে একই উপজেলার তেলিয়াপাড়ায় ১০ কেজি গাঁজাসহ আমির হোসেন নামের যুবককে গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!