Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাব-পুলিশের জালে ৭ জন

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫ | ০১:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ | ০১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাব-পুলিশের জালে ৭ জন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে র‌্যাব-পুলিশের জালে আটক হয়েছেন ৭ জন। এরমধ্যে এক ডাকাত, মদ ও ইয়াবাসহ ৪ জন এবং দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার রয়েছে।
জানা যায়, সিলেটের নাইওরপুল পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসিকতায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফরহাদ, অলিউর রহমান ও রিপন মিয়া। ৯টার দিকে শিবগঞ্জ রোড থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নজরে আসে সার্জেন্ট সোহানের। সন্দেহ হলে তিনি মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। তবে, চালক সংকেত উপেক্ষা করে দ্রুত লেন পরিবর্তন করে পালানোর চেষ্টা করে এবং একটি রিকশাকে ধাক্কা দেয়, ফলে রিকশাচালক আহত হন।

Manual6 Ad Code

সাহসী ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার দল দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা এক আরোহীকে আটক করেন। তবে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট সোহান নিজেই তাকে ধরতে উদ্যোগী হন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করেন এবং মিরাবাজার রোড সংলগ্ন একটি গলি থেকে অভিযুক্ত ব্যক্তিকে সফলভাবে আটক করেন।

আটককৃতরা হলো, শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক ওরফে হীরা মিয়াও খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ।এসময় আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

এদিকে, সিলেটে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হোসেন ওরফে রিপন (৩৫) বালাগঞ্জের নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহ এর ছেলে।

Manual8 Ad Code

গত মঙ্গলবার গভীর রাতে নশিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় ৩টি , গোলাপগঞ্জে ১টি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতয়ালী থানায় ১টি (অস্ত্র মামলা), এয়ারপোর্ট থানায় ১টি, বিশ্বনাথ থানায় ১টি, বালাগঞ্জে ১টি সহ মোট ৮ টি মামলা রয়েছে।

অপরদিকে, সিলেট জেলার জকিগঞ্জ ও গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবা ও ১০৮ বোতল মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে জকিগঞ্জ থানার কালীগঞ্জ বাজার ও গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।

র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার কালীগঞ্জ বাজার এলাকা থেকে ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবাসহ মো. নজরুল ইসলাম (৫৫) নামে একজন এবং গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকা থেকে মো. মিজানুর রহমান খালেদ (১৯) নামে একজনকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম সিলেটের জকিগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত আ. লতিফের ছেলে এবং মিজানুর রহমান খালেদ সিলেটের গোয়াইনঘাট থানার নলজুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

তাছাড়া সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মুছা মিয়ার ছেলে জহির উদ্দিন, গোয়াইনঘাটের নলজুড়ি গ্রামের রজব আলীর ছেলে শাহাব উদ্দিন।

Manual5 Ad Code

পুলিশ জানায়, বুধবার বিকেলে গোয়াইনঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানার ৩নং পূর্ব জাফলং ইউপির নলজুড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ৬শ ২০ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন