Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে স্কুল বাসের ধাক্কায় যুবক ঘায়েল

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৬:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ০৬:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে স্কুল বাসের ধাক্কায় যুবক ঘায়েল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর চৌহাট্টায় এলাকায় স্কুল বাসের ধাক্কায় এক যুবক ঘায়েল হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর আলিয়া মাদরাসার প্রধান ফটকে এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

আহত যুবকের নাম মেহেদী হাসান হৃদয় (২৮)। তিনি নগরীর শামিমাবাদ এলাকার ১নং রোডের মো. মজনু মিয়ার ছেলে।

Manual3 Ad Code

জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর রিকাবী বাজার থেকে চৌহাট্টাগামী সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাস (ঢাকা মেট্রো-ব- ১১৭২২০) আলিয়া মাদরাসার প্রধান ফটকে একটি মোটরসাইকেলের (সিলেট মেট্রো-হ-১৩৬৬১৭) পেছনে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেলে থাকা যুবক মেহেদী হাসান সামনের দিকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আহত যুবককে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন