সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Daily Ajker Sylhet

admin

০৬ এপ্রি ২০২৩, ০২:৫৯ অপরাহ্ণ


সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:
সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে মো. মনির আলী (৪০) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত মনির আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আদিত্যপুর গ্রামের অধিবাসী। এই ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ জুন দুপুরে নিজের স্ত্রী শাহানা বেগমকে পারিবারিক কলহের জেরে কুপিয়ে হত্যা করেন মনির আলী।

শাহানা স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বাস করতেন। পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল। সম্পর্কে তাঁরা খালাতো ভাই-বোন ছিলেন।

এই হত্যাকাণ্ডে তার ভাই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করেন।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) সরওয়ার আহমদ চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। এরমধ্যে একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে নিহত শাহানার মেয়ে সাক্ষ্য দিয়েছেন।

Sharing is caring!