সিলেটে হোটেল থেকে একজনের লা শ উদ্ধার
২৪ এপ্রি ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটে হোটেল থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে লালবাজার হোটেল আল আমিনের তৃতীয় তলার ২৫ নম্বর কক্ষে থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতায়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।
মৃত ব্যক্তির নাম মাসুক মিয়া(৫২) । তিনি সিলেটের কোম্পানীগঞ্জের আব্দুল ওয়াহাবের ছেলে।
ওসি বলেন, ওই কক্ষে থাকা একজন বর্ডার দরজা খুলতেছে না দেখে হোটেল ভয় আবদুস সালাম কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কক্ষের ভিতর থেকে কোন সাড়া শুব্দ না আসার কারণে হোটেলের ম্যানাজার কোতোয়ালী থানা অবগত করেন। উক্ত সংবাদ পেয়ে পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা ও ওসি তদন্ত এবং ফাঁড়ীর ইনচার্জ ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমের দরজার নক করেন। পরবর্তী কোন সাড়াশব্দ না পাওয়া রুমের দরজার ভেঙে ভিতরে প্রবেশ করেন।
রুমে ডুকে দেখতে পান একটি গামছার মাধ্যমে হেটেল রুমে থাকা সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো একটি লাশ ঝুলন্ত অবস্থায় আছে। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা সহকারী পুলিশ কমিশনার ও্ই ব্যক্তির লাশটি উদ্ধার করেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে পাঠান।
আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।