Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাই পণ্য আটক

admin

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ০৭:০১ অপরাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৫ | ০৭:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাই পণ্য আটক

Manual3 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি)র অভিযানে ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২শ’ ১৪টাকার ভারতীয় চোরাই পণ্য সামগ্রী আটক করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৯ মে) ৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লবিয়া এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, বড়শি, সুপারি, বাজি, বিগ ফিশ মেডিসিন, পাতা কাঠি, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২শ’ ১৪টাকা।

Manual8 Ad Code

৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন