Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৩৩ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

admin

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ০৭:০০ অপরাহ্ণ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ০৭:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৩৩ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৩৩ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুককে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

Manual4 Ad Code

 

শুক্রবার (১১আগষ্ট) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক আভিযানিক দল করগাঁও এলাকায় অভিযান পরিচলানা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুক (৫৬) গ্রেফতার করা হয়। সে সিলেটের গোলাপগঞ্জ করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে।

 

Manual1 Ad Code

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। ১৯৯০ সালে ০৭ নং লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার হইতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপুর্যপরী আঘাত করে নির্মমভাবে হত্যা করে আসামি মাসুক।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল মামলা হয় যার নং-০৮(০৪)৯০। .ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যায়।এই দীর্ঘ আত্মগোপনের কিছু সময় সে সৌদি আরবেও অবস্থান করে। কিছুদিন পূর্বে বোনের কুলখানিতে অংশগ্রহনের জন্য দেশে আসে এবং আসামি বোরকা পরিধান করে এলেকায় প্রবেশ করে।
খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

Manual8 Ad Code

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Manual5 Ad Code

শেয়ার করুন