Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৩ জুয়াড়িকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ০৭:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ | ০৭:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৩ জুয়াড়িকে ধরলো পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করলো পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার মৃত বাতির মিয়ার ছেলে আব্দুল করিম (৩৫), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আধরা এলাকার আহমদ নগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মিরাজ আহমদ (৩৫) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার রাজনগর এলাকার মৃত সুশীল দাসের ছেলে নয়ন দাস (৫৪)।

Manual6 Ad Code

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলার সময় ৩জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Manual6 Ad Code

শেয়ার করুন