সিলেটে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Daily Ajker Sylhet

admin

১১ নভে ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ণ


সিলেটে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ৪০৩ পিস শাড়ী ও ২ হাজার ৪১ পিস সানগ্লাস। এছাড়া সিলেটের একটি কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি বারকি নৌকাও জব্দ করে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। চোরাচালানরোধে সীমান্তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sharing is caring!