Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৬ লাখ টাকার পণ্য ছিনতাই : ৩ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

admin

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬ লাখ টাকার পণ্য ছিনতাই : ৩ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার ৩ ঘন্টার মধ্যে পুলিশ ছিনতাই হওয়া শুটকিসহ ট্রাক এবং ২ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হচ্ছে, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দড়িকিশোরপুর গ্রামের কাশেম আলীর ছেলে সাইদুল হক (২৭) এবং কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার কাঞ্চনপুর গ্রামের মৃত ইদু মিয়ার ছেলে আরজান মিয়া (২৩)।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত শনিবার সকাল ৯টার দিকে একটি ট্রাকে করে বিভিন্ন জাতের ৮২ বস্তা মাছের শুটকি যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা লামাকাজী থেকে হবিগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। এসময় জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে পৌঁছালে ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মোটরসাইকেলে এসে ট্রাকের গতিরোধ করে। ধারালো চাকু ও অস্ত্রের মুখে চালক কাউছার আহমদ (২৬) ও হেলপার রানা (২৭)-কে জিম্মি করে শুটকি বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

Manual3 Ad Code

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ কোতোয়ালী থানার টহল পুলিশের সহায়তায় পৌনে ১২টার দিকে কোতোয়ালী মডেল থানার নবাবরোড এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে ট্রাকসহ গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত ১০ বস্তা শুঁটকি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual5 Ad Code

শেয়ার করুন