সিলেট আ. লীগের যারা লন্ডনে চাইলেন আশ্রয়
১৬ ডিসে ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও নেতা। এদের মধ্যে সিলেটের ৩ নেতা। তাদের আশ্রয় চাওয়ার বিষয়টি বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সংবাদমাধ্যমটি বলছে- সিলেটসহ সারা দেশের আওয়ামী লীগের অনেক নেতা যুক্তরাজ্যে গিয়েছেন মাল্টিপল এন্ট্রির ভ্রমণ ও বিনিয়োগকারীসহ নানান ভিসায়। সুইজারল্যান্ড ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশেও আছেন নেতারা। অনেকে আছেন সৌদি আরব, সারা বছরের ভিসা নিয়ে। দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সাম্প্রতিক সময়ে দেখা গেছে আওয়ামী লীগের অনেক দাপুটে নেতাকে।
এখন পর্যন্ত অন্তত তিন নেতার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ তিনজনই সিলেটের। তারা হলেন- আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ও সিলেট মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সুয়েব আহমদ।
এর মধ্যে একজনের অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হয়েছে। তিনি এখন স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
যুক্তরাজ্যে যাওয়া নেতাদের কেউ কেউ লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকে নীরবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন নেতাকর্মীদের।
রণজিৎ সুনামগঞ্জ-১ আসন থেকে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন।
সূত্র জানায়, শেখ হাসিনা সরকার পতনের দিন বিকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা ভারতে পাড়ি জমান। পরবর্তীতে ইমিগ্রেশন করে বৈধপথে ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শ’ নেতাকর্মী সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যান।
জানা গেছে, ভারত হয়ে সর্বপ্রথম যুক্তরাজ্যে পৌঁছান সিলেট সিটি করপোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে যান সিলেট-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এরপর যারা ভারতসহ বিভিন্ন গন্তব্য থেকে যুক্তরাজ্যে পৌঁছান তাদের মধ্যে রয়েছেন- সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এদের মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও আজাদুর রহমান ব্রিটিশ নাগরিক।
এদিকে, অন্য দেশের ভিসা না থাকায় যারা ভারতে আটকা পড়েছেন তারা রয়েছেন বিপাকে। দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ায় তারা দীর্ঘদিন ভারতে অবস্থানের চিন্তা-ভাবনা করছেন। বৈধভাবে কীভাবে দীর্ঘদিন ভারতে অবস্থান করা যায় সেটা নিয়ে তারা পরিকল্পনা করছেন।