সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা বিয়ানীবাজারের সুপ্রভা পাল
২৪ সেপ্টে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের সুপ্রভা পাল। তিনি কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
সোমবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত তালিকায় বিয়ানীবাজার উপজেলার মধ্যে একমাত্র প্রতেযোগী হিসাবে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সুপ্রভাব পাল। এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারি আরো অনেকে অংশ নিলেও জেলার শ্রেষ্ঠত্ব অর্জনে তারা ব্যর্থ হয়েছেন।
সুপ্রভা পাল বলেন, চেষ্টা করছি বিয়ানীবাজারবাসীর মূল উজ্জ্বল করতে। সবার দোয়া ও সহযোগিতায় আগামীতে বিভাগ সেরার হওয়ায় প্রতিযোগিতায় অংশ নেব। এভাবে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে শেস পর্যন্ত লড়ে যাবো। এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।