Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সিলেট জজ আদালতস্থ আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ২০২ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান সভাপতি জয়নাল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. দিলাজ আহমদ ও শাকিল আহমদ পেয়েছেন ৭০ ভোট করে। এ পদে আতাউর রহমান চৌধুরী রুকেল পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন বীরেন্দ্র চন্দ্র মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহনূর আহমদ পেয়েছেন ১০৫ ভোট।

Manual8 Ad Code

এছাড়া সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হন শরীফ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুলতান আহমদ চৌধুরী পেয়েছেন ১৬৮ ভোট। লাইব্রেরী সম্পাদক পদে মো. আছাদ উদ্দিন তালুকদার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে বিপুল চন্দ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নেপুর চন্দ্র গুন, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব কুমার চন্দ ও কার্যনিবাহী সদস্য পদে বিজয়ী হন মো. জুবের আহমদ, তারা মিয়া, মো. শিমুল আহমদ, সোহাগ আহমদ, ঝুমুর চন্দ্র দাশ, শাহ মো. এমদাদুল হক রাজন, মো. বুরহান উদ্দিন উজ্জ্বল।

দ্বি-বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. জমির উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র পাল নিবাস, প্রধান প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মো. নিজাম উদ্দিন ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন মো. আব্দুল মুকিত, মো. দিলাজ উদ্দিন আহমদ, মো. আলিমুন নুর সায়েম ও মো. আমির উদ্দিন।

Manual8 Ad Code

শেয়ার করুন