সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় নারীর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০৫ জুন ২০২৪, ০১:৫০ অপরাহ্ণ


সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় নারীর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় এক অজ্ঞাত পথচারী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন কালো রঙের অজ্ঞাত এক নারী পুটিজুরী বাজার এলাকায় ঘুরাঘুরি করছিলো। রাত সাড়ে ৯ টার দিকে তিনি পুটিজুরী বাজার হইতে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে ডুবাঐ বাজারের দিকে যাচ্ছিলেন।

অজ্ঞাত ঐ নারী মহাসড়কের হাসনাবাদ নামক স্থানে এসে মাঝ রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। এসময় একটি বাসের নিচে পড়ে চাকার সাথে স্পৃষ্ট হলে মাথা এবং শরীরের মাংস খ-বিখ- হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে পরে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই সুজন মজুমদার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে লাশের টুকরো গুলো বস্তাবন্দি করে তাদের হেফাজতে নিয়ে যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (এসআই) সুজন মজুমদার জানান, অজ্ঞাত বাস চাপায় বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। লাশের টুকরো গুলো বস্তাবন্দি করে থানায় নেয়া হচ্ছে।

Sharing is caring!