স্টাফ রিপোর্টার:
সিলেট-ঢাকা মহাসড়কে প্রতিদিন অবর্ননীয় যানজটে পড়ছেন চালক ও যাত্রীরা। রাস্তাটি সংস্কারের দাবি পুরানো। কাজও চলছে। তবে এতে সমস্যার কতটা সমাধান হবে তা খুব একটা আশাব্যাঞ্জক নয়।
আর তাই সরকারের চিন্তাভাবনা অন্যরকম। সিলেট-ঢাকা মহাসড়কের ব্রহ্মণবাড়িয়ার বিশ্বরোড অংশে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এ ব্যাপারে কাজও অনেকদূর এগিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সড়কটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানলয়ের উপদেষ্টা ফাওজুল কবির খাঁন।
তিনি এই সড়কের যানজটের জন্য ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে কথা বলব। ট্রাফিক পুলিশ গাফিলতি না করে।
তিনি আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বরোডে একটা উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা করেছি আমরা। প্রাথমিক কাজ অনেকদূর এগিয়েছে। নকশা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
উড়াল সেতু হলে এই মহাসড়কে চলাচল দুর্ভোগমুক্ত হবে বলে মনে করছেন সচেতন মহল।